নৌকার মাঝি আরজু ফকির হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুর থেকে উদ্ধার হওয়া নৌকার মাঝি আরজু ফকির হত্যাকান্ডের মুল আসামী বাইজিদ বোস্তামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গেল ২৬ আগষ্ট আরজু ফকিরের নৌকাটি বেড়ানোর কথা বলে ভাড়া করে বাইজিদ ও তার বন্ধুরা। বেড়ানোর এক পর্যায়ে নৌকাটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত পা বেধে আরজু ফকিরের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে জখম করে বিলের পানিতে ভাসিয়ে দেয়। দিন শেষে আরজু ফকির বাড়ীতে ফিরে না আসায় তার বাবা আদম আলী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ অভিযানে নেমে দুই দিন পর গুরুদাসপুরের বিলশা গ্রামের বিলের পানি থেকে আরজু ফকিরের মরদেহ উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহযোগীতায় হত্যাকান্ডে জড়িত বাইজদ বোস্তামীকে গ্রেফতার করে।























