কেবল জাতীয়ভাবে নয়, বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসবাদী দল : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
কেবল জাতীয়ভাবে নয়, বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসবাদী দল। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু ও বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় হানিফ আরো বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবনে বসে করা হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও হারিছ চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে। এটা ছিল বিএনপি’র রাষ্ট্রীয় সন্ত্রাস।











