ময়মনসিংহ মেডিকেল কলেজে এক ইন্টার্ন চিকিৎকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মিলন ছাত্রাবাস থেকে চৌধুরী আরেফিন নামে এক ইন্টার্ন চিকিৎকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেলো রাতে মিলন ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নাইট ডিউটি শেষে সকালে হলের ওই কক্ষে দরজা আটকে ঘুমান আরেফিন। সারাদিন রুমের দরজা না খোলায় এবং কোনো সাড়া-শব্দ না পাওয়ার খবরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ছাত্রাবাসে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চৌধুরী আরেফিন নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে চলতি বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন।




















