আজ ২৪ আগষ্ট; দিনাজপুরের ইয়াসমিন ট্রাজেডির ২৬ বছর পূর্তি আজ
- আপডেট সময় : ০৩:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
আজ ২৪ আগষ্ট। দিনাজপুরের ইয়াসমিন ট্রাজেডির ২৬ বছর পূর্তি আজ। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদের প্রতীক হিসাবে পরে এই দিনটিকে সরকার ঘোষণা করে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে।
১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন কিশোরী ইয়াসমিন। এর প্রতিবাদ করতে গিয়ে সে দিন বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের সব শ্রেনী পেশার মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় ৭ জন। সে দিন থেকেই সারাদেশে এই দিবসটি পালিত হচ্ছে “নারী নির্যাতন প্রতিরোধ দিবস” হিসেবে। কিন্তু ইয়াসমিনের আত্মাহুতিও কমাতে পারেনি দিনাজপুরে নারী নির্যাতনের চিত্র। মানবাধিকার সংস্থাগুলোর দাবী গেল ৫ বছরে গড়ে প্রতি মাসে দিনাজপুরে প্রায় ৪০০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। আর করোনাকালে এই নির্যাতনের হার আরও বেড়েছে বলে দাবী সচেতন নাগরিক কমিটি ও জেলা মহিলা সংস্থার। দিনটি উপলক্ষে মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে ইয়াসমিন স্মৃতিপরিষদসহ মহিলা পরিষদ।























