যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন হেনরি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেনরি। নিউইয়র্কসহ উপকূলীয় অঙ্গরাজ্যেগুলোতে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রোববার নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশজুড়ে আঘাত হানতে পারে হারিকেন হেনরি। হারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল। এছাড়া ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। উপকূলের সব বাসিন্দাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ঝড়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অংশগুলোতে হারিকেনের আঘাতের ঘটনা বিরল।