মূর্খতার হাত থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান খলার দাবি জিএম কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মূর্খতার হাত থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে রংপুরের শ্যামপুর সুগারমিল এ্যম্প্লয়েজ ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কধা বলেন। এসময় তিনি আরো বলেন, লকডাউনের কারণে মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যায়, মানুষের কষ্ট বাড়ে তাই সরকারকে আর লকডাউন না দেয়ার দাবীও জানান জিএম কাদের। পরে তিনি রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রংপুর নগরীর উন্নয়নে পর্যাপ্ত সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।











