পাবনা জামালপুর ও নেত্রকোনায় তিনজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পাবনা, জামালপুর ও নেত্রকোনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনার চাটমোহরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে চাটমোহর উপজেলার হান্ডিয়ালের গুমানী নদীর গৌড়নগর ঘাট সংলগ্ন এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জামালপুরের সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত ফুলু মিয়া হোটেল শ্রমিক লিটন এক স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতো।
নেত্রকোনায় শরিফা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গুচ্ছগ্রাম এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শরিফা কাংসা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী।























