আজ ঢাকার সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আজ ঢাকার সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢাকা মহানগর বিএনপির নতুন দুই কমিটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করছে বিএনপি। নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদেই এই কর্মসূচি ঘোষণা আসে মঙ্গলবার রাতে। হঠাৎ বেলা সাড়ে ১০ টার দিকে শুরু হয় পুলিশ আর নেতাকর্মীদের সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে নেতাকর্মীরা। জবাবে টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে পুলিশ।সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচিতে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন।