১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দিবসটি উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণে, শোকাবহ এই দিনেই অঙ্গীকার করতে হবে। এর মাধ্যমেই নতুন বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে। জিএম কাদের বলেন, বঙ্গন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাঁকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিলেন।











