বিধিনিষেধ শিথিল হওয়ায় ট্রেনের আগাম টিকিট কাটতে ভীড় জমেছে স্টেশনের কাউন্টারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিধিনিষেধ শিথিল হওয়ায় ট্রেনের আগাম টিকিট কাটতে ভীড় জমেছে স্টেশনের কাউন্টারে। সরকারি নির্দশনা অনুযায়ী, টিকিটের ৫০শতাংশ মিলবে কাউন্টারে।
বাকিটা অনলাইনে। রাজশাহী রেলওয়ে স্টেশনের কাউন্টারে সকাল থেকে ভীড় জমান যাত্রীরা। রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটের টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যস্থাপক মিহিরকান্তি গুহ জানান, রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর ৩ জোড়া চলবে লোকাল ট্রেন। এরইমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহন করা হবে।করোনা সংক্রমণ রোধে গেল ২৩জুলাই হতে দেশের সকল রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে বিধি নিষেধ শিথিলের ঘোষণার পর আবারো ১১ আগস্ট থেকে চালু হচ্ছে ট্রেন।




















