আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরে পাটের বাম্পার ফলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। তবে, দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। পুরাতন ব্রক্ষ্মপূত্র নদ ও যমুনা নদীর পলল ভূমিতে অবস্থানের সুবাদে এই জেলা বরাবরই পাট চাষের জন্য বিখ্যাত। ন্যায্য দাম পেলে সেই ধারবাহিকতা রক্ষা করা যাবে বলে মনে করে সংশ্লিষ্টরা।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরে ৩০ হাজার ৩৫০ হেক্টর জমিতে দেশি, তোশা,কেনাফ ও মেস্তা জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। তবে, দাম মন প্রতি মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা হওয়ায় লোকসানের আশংকা করছে কৃষক। সার ও শ্রমিকের বেতন বাড়তি থাকায় এবার উৎপাদন খরচ হয়েছে বেশি।
তবে, স্থানীয় কৃষি বিভাগ মনে করে চাষিরা এবার লাভবান হবে।
পাটের নায্য দাম পাওয়ার আশা করছে চাষিরা।





















