স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে করোনার টিকা নিবন্ধনে টাকা নেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৮২১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে করোনার টিকা নিবন্ধনে স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এক সপ্তাহ আগে এমন ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগের টনক নড়ে গত বৃহস্পতিবার। এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিভিল সার্জন জানান, টাকার নেয়ার প্রমাণ পেলে কোন ছাড় দেয়া হবেনা। এরই মধ্যে অভিযুক্ত দু’জনকে প্রত্যাহার করাও হয়েছে। অভিযোগে ২ জনকে বরখাস্ত করে ঘটনা তদন্তে তিন সদস্যের আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে।
লক্ষ্মীপুরে টাকার বিনিময়ে করোনার টিকা নিবন্ধন করছে স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্টরা। ভুক্তভোগীরা জানায়, স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ জন প্রতি ৫০ টাকা নিয়ে করোনার টিকা নিবন্ধন করে দেন।
টাকা না দিলে এনআইডি কার্ডের নাম্বার তালিকাবদ্ধ করেননা তিনি। গত তিন দিন ধরেই এভাবে টাকা আদায় করছেন বলে জানায় গ্রামবাসী। তাদের অভিযোগ, টাকা না দিলে নানা হয়রানি করা হয়।
সিভিল সার্জন জানান, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ইতিমধ্যে স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ ও পরিবার কল্যান সহকারী চন্দনা রানী নাথকে প্রত্যাহার করা হয়েছে।























