ঝিনাইদহে ফসলী জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ফসলী জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সকালে সদর উপজেলার উত্তরকাস্টসাগরা গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই গ্রামের ৩ শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার শেখসহ অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করেন, গ্রামে মহাসড়ক ও এলজিইডির সড়কের পাশে অবৈধভাবে ফাইভ স্টার নামের ইটভাটা স্থাপন করেছে জাহাঙ্গীর আলম মুছা নামের এক ব্যক্তি। যে কারণে পাশের জমির ফসল নষ্টসহ দুষণ হচ্ছে এলাকার পরিবেশ। পরে দ্রুত ইটভাটা অন্যত্র সরিয়ে নেয়ার জোর দাবি জানান তারা।

















