শোকাবহ আগস্ট উপলক্ষে জানিপপের আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
শোকাবহ আগস্ট উপলক্ষে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ- জানিপপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানিপপের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আয়োজিত ভার্চূয়াল সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মুজিব আদর্শের চেতনায় বাংলাদেশ আজ উজ্জীবিত ও ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানের পথে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল- বিইউপি’র সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক এম. আসাদুজ্জামান নূর।