নোমান গ্রুপের চুরি যাওয়া কাপড় ও কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেফতার ৩

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নোমান গ্রুপের চুরি যাওয়া কাপড় ও কাভার্ডভ্যান উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীসহ সারা দেশে একটি চক্র পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে সঙ্গবদ্ধভাবে স্টকলডের মালামাল চুরি করে থাকে। পুলিশ এ চক্রকে ধরতে তৎপর রয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এমন চুরির ঘটনায় পুলিশকে অবহিত করার জন্য বলা হয় সংবাদ সম্মেলনে। মালিক ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে মালামাল ক্রয় না করতে বলা হয় ক্রেতা এবং স্টকলড ব্যবসায়ীদের।