ঠাকুরগাঁওয়ে চিহ্নিত রাজাকার মুনির ও তার মেয়েকে মুক্তিযোদ্ধা ঘোষণায় প্রতিবাদ

- আপডেট সময় : ০৬:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
চিহ্নিত রাজাকার মুনির ও তার মেয়েকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেয়ার প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। যাচাই বাছাই ছাড়াই তাদের নাম তালিকায় দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।
দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক কমান্ডার ইব্রাহিম খান লিখিত বক্তব্যে তুলে ধরেন। বলেন, ২০২১’র মার্চে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার ৭৩তম সভায় রাজাকার আলবদর বাহিনীর সদস্য ডা. মনির উদ্দিন চৌধুরীকে মরনোত্তর শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্তির সুপারিশ করা হয়। একই সঙ্গে তার মেয়ে সুফিয়া বেগমকে মরনোত্তর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা হিসেবে গেজেটে তালিকাভুক্তি দেয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। অবিলম্বে মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের নাম বাতিলের দাবিও জানান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা।