কাল অ্যাথলেটিক্সে ট্র্যাকে নামবেন বাংলাদেশের একমাত্র দৌড়বিদ জহির রায়হান

- আপডেট সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ ইভেন্টে কাল অ্যাথলেটিক্সে ট্র্যাকে নামবেন বাংলাদেশের একমাত্র দৌড়বিদ জহির রায়হান।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে লাল-সবুজের পতাকা বহন করেছেন অ্যাথলেট জহির রায়হান। ওয়াইল্ডকার্ডে টোকিওতে অংশ নেয়া জহির খেলবেন ৪০০ মিটার স্প্রিন্ট। টোকিও থেকে টিম ম্যানেজমেন্ট জানায়, ট্র্যাকে নামতে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তত আছেন জহির। বাকিটা বলে দেবে সময়। শুটিং, আর্চারি আর সাতারের পর বাংলাদেশের শেষ ইভেন্ট ৪০০ মিটার স্প্রিন্ট। যেখানে জহিরকে লড়তে হবে বিশ্ব সেরাদের সাথে। সেটা জেনেই বছর জুড়ে কঠোর অনুশীলন করেছেন তিনি। টোকিওর অনুশীলন ভেন্যুতেও হয়েছে মানিয়ে নেয়ার চেষ্টা। এবারের অলিম্পিকে ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩শ ৩৯টি ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়াই শুরু ১১ হাজার ৩২৪ অ্যাথলেটের। বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ রয়েছেন এবারের অলিম্পিকে।