আবারও স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আবারও স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ম্যাচ মাঠে গড়ানোর ঘন্টাখানেক আগে হুট করে আসে এমন ঘোষণা। ফের কবে শুরু হবে লিগ, তা জানায়নি দেশের ফুটবল অভিভাবক সংস্থা বাফুফে।
বৃহস্পতিবার রাতে ২০ ও ২১ তম রাউন্ডের সূচি প্রকাশ করেছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। সে অনুযায়ী শুক্রবার বিকেল ৪ টায় মাঠে গড়ানোর কথা দুটি ম্যাচের। ম্যাচের জন্য পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনাও হয়েছিল। আর চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারার ম্যাচ ছিল কমলাপুর স্টেডিয়ামে। এই দুই দলও মাঝপথ থেকে ফেরত এসেছে। বাফুফে চার ক্লাবকে খেলা শুরুর কিছুক্ষণ আগে জানিয়েছে খেলা বাতিল হবার কথা।