কুষ্টিয়ায় নিখোঁজের পর পদ্মা নদী থেকে দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় নিখোঁজের পর পদ্মা নদী থেকে দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে উপজেলার পদ্মা নদীর আবেদের ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে আবেদের ঘাট এলাকায় ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে যায়। পরে বল উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায় তিন যুবক। একজন উঠে আসতে পারলেও ইউসুফ ও সামিরুল নামের অপর ২ জন নিখোঁজ হন। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমের ডুবুরিরা।
















