মাসে ১ কোটি ডোজ টিকা দেয়ার পরিকল্পনা সরকারের

- আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে সরকারের পরিকল্পনা রয়েছে মাসে ১ কোটি ডোজ টিকা দেয়ার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা বাড়িয়ে , মাসে দু কোটি ডোজ টিকা দেয়া গেলে, ১ বছরের মধ্যেই, ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব। তাদের মতে , দুই ডোজ দেয়ার পরও অনেকে করোনায় সক্রমিত হলেও, তাদের অসুস্থতার মাত্রা অনেকটাই কম । তাই মৃত্যুহার কমাতে টিকা নেয়ার বিকল্প নেই।
ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে দেশে শুরু হয় গণটিকা কর্মসূচি। দেশে এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ ডোজ । এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৫ লাখের উপরে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ৪৩ লাখ মানুষ। জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। সেই হিসাবে টিকার আওতায় আনতে হবে ১৩ কোটি ৫২ লাখ ৮ হাজার মানুষকে।
আগামী বছরের শুরুতে সরকারের পক্ষ থেকে ২১ কোটি টিকার ব্যবস্থা হয়েছে এমন কথাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ৭ কোটি ও জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ। চীনের সিনোফার্মের ৩ কোটি এবং অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি আর রাশিয়ার স্পুটনিক ভি ১ কোটি ডোজ।
মাসে ১ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে সক্ষমতা বাড়িয়ে মাসে দু কোটি দিতে পারলে ভালো হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডোজ সম্পন্ন হওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন, বিষয়টিতে বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর আক্রান্ত রোগীর মৃত্যুর ঝুঁকি কম থাকে। তবে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা সম্পর্কে এখনি কোন তথ্য নেই তাদের কাছে।