নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’ উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
দুপুরে ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে এ বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেবাটির আওতায় গ্রাহকরা অর্থ জমা-লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন। ‘ট্যাপ’ এর বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে।