করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার্থে অক্সিজেন ও খাদ্যসামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার্থে অক্সিজেন ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লও নেযাল ক্যানোলা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় যশোর স্বাস্থ্য বিভাগকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে রোগীদের সুচিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
নেত্রকোনার খালিয়াজুরীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন কয়েক শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।
সুনামগঞ্জে মহামারী করোনা সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এনজিও সংস্থা -টেঙ্গামারা মহিলা সবুজ সঙ্গ।