৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকা কর্মসূচি শুরু হবে

- আপডেট সময় : ০৫:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আগামী ৭ই আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকা কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই টিকা নিতে পারবেন আগ্রহীরা। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেলে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক সভায় একথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, টিকা কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এনআইডি কার্ড নিয়ে যে যাবেন তাকেই টিকা দেওয়া হবে। জনপ্রতিনিধিসহ সবাইকে টিকা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে । তিনি আরো বলেন, ৫ আগষ্টের আগে কোন শিল্প কলকারখানা খোলা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, রেবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।