রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুই প্রতারক গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরির চেষ্টার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতালে অবস্থান করছিলো।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, গেলরাতে পাবনা থেকে সোহেল ফকির ও নাছিম হোসেনকে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। গেল ২৩শে জুলাই তারা ভুয়া ডাক্তার সেজে রংপুর মেডিকেলে অক্সিজেন প্ল্যান্ট থেকে সিলিন্ডার নিয়ে যাবার কথা বলে ট্রাক ভাড়া করে। এছাড়া ড্রাইভারদের কাছ থেকে গেট পাসের কথা বলে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় এ চক্রটি।