আইইবি ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে দুই উপজেলায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দাউদকান্দি ও মেঘনা উপজেলার করোনা হাসপাতালগুলোতে বিনামূল্যে দেয়া হলো অক্সিজেন সিলেন্ডার। আইইবি ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে দুই উপজেলায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
এ নিয়ে পৃথম ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করে ম্যাক্স গ্রুপ ও আইইবি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর। এছাড়া আইইবি’র ভাইস প্রেসিডেন্ট নূরুজ্জামান, ম্যাক্স গ্রুপের ইঞ্জিনিয়ার সানাউল হক ছাড়াও উপস্থিত ছিলেন অনেকে। ম্যাক্স ও আইইবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এর আগে, ১৮ জুলাই থেকে সারাদেশে করোনা হাসপাতালগুলোতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা শুরু করে ম্যাক্স গ্রুপ এবং আইইবি।