করোনা সংক্রমণ রোধে রংপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে বিশেষজ্ঞ চিকিৎসক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে এতে করোনার উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষা, চিকিৎসার ব্যবস্থা করা, স্বাস্থ্যবিধি মানাতে করনীয়সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে এম নুরুন্নবী লাইজু। রংপুর করোনা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের জন্য চিকলী ওয়াটার পার্কের দেয়া ৪টি হাইফ্লো ন্যাজাল কেনুলাসহ স্বাস্থ্য সুরক্ষার বেশকিছু যন্ত্রপাতি স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করা হয়।