অবহেলায় মাটিতে লুটাচ্ছে পশুর চামড়া

- আপডেট সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার চামড়া পট্টিতে এবার ক্রেতা-বিক্রেতার তেমন ভির নেই। করোনার কারণে আশানুরুপ চামড়া না পাওয়ায় লোকসানের আশংকা করছে ব্যবসায়ীরা। এদিকে, জয়পুরহাট চামড়ার বাজারে ধস নেমেছে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, গতবারের চেয়ে মাত্র এক চতুর্থাংশ দামে বিক্রি করতে হচ্ছে। অনেক জায়গায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে পশুর চামড়া।
কুষ্টিয়ায় চামড়া বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। এবার আশানুরুপ চামড়া না পাওয়ায় লোকসানের আশংকা করছে স্থানীয় ব্যবসায়ীরা। ভারতের সাথে দামের সামঞ্জস্য না থাকলে চামড়া পাচারের আশংকা আছে বলে জানায় পাইকারি ক্রেতারা।
সীমান্ত এলাকায় কড়া নজরদারি রয়েছে বলে জানান, পুলিশ সুপার।
করোনার প্রভাব, পুঁজি সংকট ও ট্যানারি মালিকদের কাছে বকেয়ার জন্য জয়পুরহাটে চামড়ার দাম পড়ে গেছে বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিটি ছাগলের চামড়া মাত্র ১০ থেকে ১৫ টাকা আর গরুরটি বিক্রি হচ্ছে এক’শ থেকে দু’শ টাকায়। এই দরপতনে দিশেহারা মধ্যস্বত্বভোগী চামড়া ব্যবসায়ীরা।
বকেয়া টাকা দিতে নানা তালবাহানা করছে ট্যানারি মালিকদের সিন্ডিকেট। নিয়ম-নীতির তোয়াক্কা না করে পানির দামে চামড়া বিক্রি করতেও তারা বাধ্য করছেন বলে অভিযোগ চামড়া ব্যবসায়ীদের।
ট্যানারি মালিকদের কাছে জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীদের পাওনা প্রায় শতকোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া আদায় না হওয়ায় পুঁজি হারিয়েছে এসব ব্যবসায়ীরা।