সারাদেশে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ

- আপডেট সময় : ০১:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সারাদেশে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়লেও বিধিনিষেধ পালনে সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে সড়কগুলোতে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কঠোর বিধিনিষেধের ৫ম দিনে ময়মনসিংহের সড়কগুলো ছিলো রিকশা, অটোরিকশা এবং ব্যক্তিগত যানের দখলে। ফলে বেড়েছে মানুষের চলাচল। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীর মধ্যেও অনেকেই বিধিনিষেধ মানছেন না।
গাজীপুরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্টে তল্লাশিতে অংশ নিচ্ছে রেব, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের ৫ম দিনেও বগুড়ায় মার্কেট, শপিং মল, দোকানপাট বন্ধ। ভারী যান না থাকলেও সড়কে ছিলো রিকশা আর রিকশা। টহল ছিলেন সেনাবাহিনীসহ অন্য সদস্যরা।
চাঁদপুরে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। সকালে শহরের শপথ চত্বরে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে চেক পোস্ট।
গাইবান্ধায় ঢিলেঢালা ভাবে চলছে কঠোর বিধি নিষেধ। নির্দেশ অমান্য করলেই গুণতে হচ্ছে জরিমানা।
কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে কুমিল্লা নগরীর সব শপিংমল, দোকান সব বন্ধ। নগরীর বিভিন্ন এলাকা এবং জেলার ১৭টি উপজেলায় প্রশাসনের নজরদারী জোরদার করা হয়েছে।
হবিগঞ্জের কোর্টস্টেশন এলাকাসহ ছোট ছোট রাস্তায় সমাগমসহ রিকশা, অটোরিকশা ও যানবাহন চলাচল করতে দেখা গেছে। পুলিশকে উপেক্ষা করে চলাচল করছে মানুষসহ যানবাহন।
এছাড়াও চুয়াডাঙ্গায়, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাদারীপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, নাটোর ও পটুয়াখালীতে বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।