সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় রেকর্ড

- আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশে করোনার পাশাপাশি ডেঙ্গুর পাদুর্ভাব বর্তমানে সংকটময় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের দাবি গেল দু’মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২০২০ সালে সারাবছরে আক্রান্ত রোগীর সংখ্যাকেও। এদিকে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমন আশংকার কথা জানিয়ে জরুরী ভিত্তিতে এডিস মশার বিস্তার রোধ করার মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের পরামর্শ তাদের।
ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক এমন বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার উর্ধ্বগতির সাথে শহর জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা । চলতি বছরের প্রথম থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ নানা বয়সী সহস্রাধিক রোগী। অনেকে সুস্থ হলেও এখনো ভর্তি রয়েছেন চার শতাধিক। করোনার পাশাপাশি যা এখন নতুন আতংক। করোনা ও ডেঙ্গু দুইটি ভাইরাসজনিত রোগ হলেও উপসর্গের কিছু পার্থক্যের কথা জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে করোনার পাশাপাশি এটি নিয়ন্ত্রণেও বিভিন্ন পরামর্শ দেন তারা।ডেঙ্গু এখনো অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে সকলের সমন্বিত উদ্যোগের তাগিদ দেন এই কীটতত্ত্ববিদ। অতি মহামারির মধ্যে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলে হাসপাতালগুলোতে বাড়তি চাপের পাশাপাশি দেখা দিতে পারে চিকিৎসা সংকট, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।