ভারতে কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে ট্র্যাক্টরে চড়ে সংসদে রাহুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ভারতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে ট্র্যাক্টরে চড়ে সংসদে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সোমবার দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগ দিতে দলের সমর্থকদের নিয়ে ট্র্যাক্টর চালিয়ে সংসদে যান তিনি। এসময় তিনি বলেন, কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করে সরকার শিল্পপতিদের স্বার্থ রক্ষা করছে। সংসদে এই আইনের বিষয়ে আলোচনা করতে দেয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। পরে কৃষকদের স্বার্থ বিরোধী আইনগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান । বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।