গৃহকর্মীর ছদ্মবেশে বাসাবাড়িতে চুরি চক্রের সদস্যদের গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে চুরির জন্য টার্গেট করে গৃহকর্মী সরবরাহ করে থাকে একটি চক্র। চক্রটির সরবরাহকৃত গৃহকর্মী নিয়োগের কয়েকদিনের মাথায় পরিকল্পনা অনুযায়ী, বাসায় চুরি করে এবং পালিয়ে যায়। এমনই একটি চক্রের সদস্যদের গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার মাহবুবুল আলম জানান, একটি অসাধু চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী ওই বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।