করোনায় দেশে একদিনে আরও ২২৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মহামারি করোনায় দেশে গত কয়েক দিন মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও তা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জন। করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ২৯১ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।
বিকালে স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৯৮ হাজার ৯২৩। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.০৪। মারা যাওয়া ২২৮ জনের মধ্যে সবচেয়ে বেশী ঢাকা বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগ ৫০, চট্টগ্রাম বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ২১ জন। এদিকে, দুপুর করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে ব্রিফিং করেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
করোনা মহামারিকালে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে জনগণকে অবহেলা না করার আহ্বান জানান তিনি।



























