করোনা পরিস্থিতিতে ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন হবে : সিইসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা বলেছেন, করোনা পরিস্থিতিতে ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন হবে। নির্বাচনের দিন ওই এলাকা কঠোর বিধিনিষেধের আওতায় থাকবে না। তবে যথাযথ বিধি মেনে নির্বাচন হবে। ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে হবে।
দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার বিধান রয়েছে। তাই এ কঠিন সময়ের মধ্যেও নির্বাচন করতে হচ্ছে। তবে করোনাকালীন বিধিনিষেধ মানতে সর্বোচ্চ সতর্কতা পালনে দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়েছে। এসময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অব. ব্রিগে. জেলারেল শাহাদাত হোসেন চৌধুরী।