পটুয়াখালীর মহিপুরে পাওনাদারের বাড়িতে মরদেহ নিয়ে অবস্থান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পাওনা টাকা আদায় করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন পটুয়াখালীর মহিপুরের সুনীল চন্দ্র দাস। এই অভিযোগে পাওনাদারের বাড়িতে মরদেহ নিয়ে অবস্থান করছেন সুনীলের স্বজনরা।
স্বজনদের অভিযোগ, প্রায় দুই বছর আগে জমি দেয়ার কথা বলে সুনীল চন্দ্রের কাছ থেকে ১১ লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। পরে টাকার শোক সইতে না পেরে গতকাল রাতে সুনীল চন্দ্রের মৃত্যু হয়। এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানায়, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে স্বজনরা মরদেহ ফিরিয়ে নিয়ে যায়। গতকাল রাত নয়টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে সকাল নয়টা থেকে পাওনাদার ইউসুফ মুসুল্লির বাড়িতে অবস্থান করে তারা।