সারা দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১৬৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সারা দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১৬৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৩৬৪ জনের দেহে। এ নিয়ে সারাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮৫১ জনে। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩১.০৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে সাতজন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১২৩ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন ও বাসায় চারজন মারা গেছেন।