পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সঠিকভাবে পরিচালনায় ‘ব্যর্থ হওয়ায়’ ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
দুর্ঘটনায় ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে যায়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় ফেরি শাহজালাল। যাত্রীরা জানান, পদ্মা নদী সকাল থেকেই ছিল উত্তাল, চ্যানেল থেকে মূল নদীতে প্রবেশ করার পর প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ফেরি। এরমধ্যে ফেরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । বড় বড় ঢেউ আর প্রচণ্ড বাতাসে ফেরিটি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সাজোরে ধাক্কা খায়।