সাভারে চামড়া শিল্প নগরীতে ঢুকতে শুরু করেছে পশুর চামড়া

- আপডেট সময় : ০২:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাভারে চামড়া শিল্প নগরীতে ঢুকতে শুরু করেছে ঈদের কোরবানির পশুর চামড়া। তবে কিছু কিছু পাইকারী ব্যবসায়ী চামড়ার বাজার স্বাভাবিক আছে বলে জানালেও মৌসুমী ব্যবসায়ীদের দাবী এবারও চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না তারা। এবার করোনা ও বন্যার কারণে বিগত বছরের তুলনায় চাহিদার তুলনায় কাঁচা চামড়া সংগ্রহে কিছুটা ভাটা পড়বে বলে আশঙ্কা করছে মৌসুমী ব্যবসায়ী ও ট্যানারী মালিকরা।
ঈদের দিন দুপুরের পরপরই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর আশে পাশের এলাকাগুলো থেকে আসতে শুরু করেছে কোরবানীর পশুর চামড়া। রাত ঘনিয়ে আসার সাথে সাথে ট্যানারী এলাকায় ভীড় বাড়তে শুরু করে চামড়া বহনকারী যামবাহনের। ট্যানারী মালিকরা গবাদী পশুর প্রায় ৮০ লাখ চামড়া চলতি বছরের কোরবানীর ঈদে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কোরবানীর পরিমাণ কম হওয়ায় চামড়া সংগ্রহে প্রায় ২০ শতাংশ ঘাটতি হতে পারে বলে মনে করছেন এখাতের সংগে সংশ্লিষ্টরা। ট্যানারী শ্রমিকরাও চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। শত শত চামড়া আসছে ট্যানারী গুলোতে, এসব চামড়া সংরক্ষণে নিজেদের ব্যস্ততার কথা জানালেন শ্রমিকরা।
আরও ২ থেকে ৩ দিন ট্যানারীগুলোতে লবনবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় মাসুজড়েই লবন মাখা কাঁচা চামড়া সংগ্রহ করবে বলে ধারণা দিয়েছেন ট্যানারী মালিকরা।অনেক পাইকারী ব্যবসায়ীর মতে সরকার নির্ধারিত মূল্যেই চামড়া ক্রয় করছে চামড়া ব্যবসায়ীরা। শ্রমিকও রয়েছে পর্যাপ্ত….
তবে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের দাবী চামড়ার দাম অনেকটাই কম। সরকার নির্দিষ্ট দাম বেধে দিলেও মানছেন না পাইকার ও ট্যানারী মালিকরা, এ অবস্থায় লোকসানের বিকল্প নেই বলে জানালেন তারা।
লক্ষ্য মাত্রার চেয়ে বাজারে প্রায় ২০শতাংশ চামড়ার ঘাটতি রয়েছে উল্লেখ করে ট্যানারী মালিকরা বলছে যথাযথ বিধি মেনেই সরকার নির্ধারিত মুল্যে চামড়া ক্রয় করছে ট্যানারী মালিকরা।
দেশের দ্বিতীয় রপ্তানি আয়ের খাত চামড়া শিল্পের উন্নয়নে আরও উদ্যোগী হবেন সংশ্লিষ্টরা-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।