গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৮৭ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে মৃত ২২ জনের মধ্যে রাজশাহী জেলার ১০ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ২ জন ও পাবনা জেলার ৪জন মারা গেছেন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে ১৪ জনের। এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল।
খুলনার চার হাসপাতালে ১০ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া- বগুরায় ১০, ঠাকুরগাঁওয়ে ৬, চুয়াডাঙ্গায় ৭, দিনাজপুর ৪, নাটোর ২ ও সাতক্ষীরায় ৩ জন মারা গেছেন।