ঈদুল আজহা উপলক্ষে চারদিন বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম

- আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চারদিন বন্ধ থাকছে টিকাদান কার্যক্রম । ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিনদিন সরকারি ছুটি এবং ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সকালে মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টিকা কার্যক্রম শুরু থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ রাখা হতো। তাই ঈদের ছুটিতে তিনদিন এবং পরবর্তী দিন শুক্রবারও কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই থেকে যথারীতি শুরু হবে টিকাদান কর্মসূচী। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা দেয়া হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৪২ ডোজ। এনিয়ে দেশে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ।
অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা মিলে ৪টি টিকা দেয়া হচ্ছে দেশে।