ঈদ এলেও অসহায় মানুষের জীবনে কোন পরিবর্তন নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উচ্ছাস, আর ঈদ মানে একটু সুখের ছোঁয়া। তবে, খেটে খাওয়া অসহায় শ্রমজীবী মানুষের জীবনে এই ছোঁয়া কতটুকু ধরা দেয় তা নিয়ে রয়েছে নানা সংশয়। ঈদ আসে ঈদ যায়, তবে গরীব অসহায় মানুষের জীবনের দোলাচলে আসে না কোন পরিবর্তন।
করোনার প্রতিরোধে সরকারের দেয়া নানা বিধিনিষেদের যাঁতাকলে আটকে গেছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জীবন। তাই জীবনের পালাবদলে ঈদের আনন্দটা তাদের কাছে অনেকটাই দূসর। এদিকে, যাদের পেটের খিদের জ্বালা মিটে অন্যের দেয়া খাবারে, তাদের কাছে এই ঈদ অনেটাই যেন দু:স্বপ্ন।
জীবন সংসারের ঘানি টানতে গিয়ে অধিকাংশ নিম্ন আয়ের মানুষ পরিবারের স্বপ্ন পূরণে অনেকটাই ব্যার্থ বলে জানান তারা। গ্রাম ও শহরের ভেদাভেদ না করে সরকারের নেয়া সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো বাস্তবায়ন করা গেলে দেশের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করেন ভুক্তভোগীরা।