সংকট দেখলেই পালানোর পথ খোঁজে বিএনপি নেতারা: কাদের

- আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের যে কোন সংকট দেখলেই পালানোর পথ খোঁজেন আর জনগণ থেকে নিরাপদ দুরত্বে অবস্থান করেন বিএনপি নেতারা। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি। বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘণকারি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ’কে নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে মঙ্গলবার গনমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসময় ঈদ যাত্রায় ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে, শর্ত মেনে যানবাহন চালাতে পরিবহন মালিক ও শ্রমিকদের আহবান জানান তিনি। বিএনপির সকল অপপ্রচারকে মিথ্যা প্রমাণ করে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন আসছে উল্লেখ করে, পর্যায়ক্রমে বয়সসীমা আরো কমিয়ে আনার কথাও জানান ওবায়দুল কাদের।
এদিকে সকালে রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। পরে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।