বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের স্রোত

- আপডেট সময় : ০২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাত পোহালেই ঈদ। আর তাই আপনজনদের সাথে ঈদ করতে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের স্রোত নেমেছে।
যাত্রীদের ভিড় বেড়েই চলেছে বাংলাবাজার নৌরুটে। ফেরিতে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে। এছাড়া ঘাটে পণ্যবাহী অসংখ্য ট্রাক আটকে আছে। পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরি পারা-পারে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। ফলে ঘাটে আটকে থাকা যানবাহনের সংখ্যা বেড়েই চলছে।
দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়া ঘাট হয়ে ২১ জেলার ঘুরমুখো মানুষের বাড়ী ফিড়ছে। সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ঈদ যাত্রী দীর্ঘ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার পায়ে হেটে এসব যাত্রীরা ভীড় করছে লঞ্চ ও ফেরী ঘাটে।
এদিকে, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে বাড়তী যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকে বৃষ্টি ও নদী উত্তাল থাকায় ফেরি নোঙ্গর এবং লোড-আনলোড করতে অতিরিক্ত সময় লেগেছে। দুপুর সাড়ে ১২ টার পর্যন্ত ব্যাক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাস মিলে দুই শতাধিক ও শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।