ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক পৃথক বাণীতে তাঁরা সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান। পৃথক বানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধি মেনে সবাইকে পবিত্র ঈদুল আযহা পালনের আহ্বান জানিয়েছেন ।
সকালে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে সরকারপ্রধান বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।
কোরবানির ‘ত্যাগের মহিমায়’ উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।