আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি

- আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি। মঙ্গলবারও সড়কে বাড়ি ফিরতে চাওয়া মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়। মহাসড়কের যানজট ঠেকেছে রাজধানীর ব্যস্ত সড়কে।
আব্দুল্লাহপুর থেকে শুরু করে প্রগতি সরনী, বনানী এমনকি ইউসিবি চত্বর পর্যন্ত জুড়ে যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেনযাত্রীরা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও ছিল যানজট। মহাসড়কে অতিরিক্ত যানবাহন এবং ঘরমুখী মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত গাড়ী ধীর গতিতে চলাচল করছে। ঢাকার বাহির থেকে আসা গরুবাহী ট্রাক ফেরত যাচ্ছে নিম্ন আয়ের মানুষদের নিয়ে। যানজট আর গরমে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ঈদের আগের দিন গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা।