একদিনে ২৩১ জনের রেকর্ড মৃত্যু নিয়ে করোনায় প্রাণহানী ছাড়ালো ১৮ হাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ২৩১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের সর্বোচ্চ রেকর্ড। আর নতুন করে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জনের শরীরে। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জন। আর শনাক্তের মোট সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৩১০।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার সাড়ে ২৯ শতাংশ। মৃত ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, খুলনা বিভাগে ৫৭ জন, বাকীরা অন্যান্য বিভাগে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৬ জন পুরুষ এবং ৯৫ জন নারী। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।