দুনিয়াজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

- আপডেট সময় : ০২:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দুনিয়াজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করতে স্মার্টফোনে আড়িপাতা হয়েছে। এমন তথ্য ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানসহ ১৭টি সংবাদমাধ্যম। তাদের বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে। মূলত কর্তৃত্ববাদী দেশগুলোর সরকার আড়ি পাতার কাজে এই স্পাইওয়্যার ব্যবহার করেছে।
প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এই তথ্য পায়। পরে তারা বিষয়টি ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করে।ইসরায়েলি একটি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আড়িপাতা হয়েছে বিশ্বের ১৮০ সাংবাদিকের স্মার্টফোনেও। রোববার গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে এই আড়ি পাতার ঘটনা ঘটেছে। বিশ্বের ১৮০ জন সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, এমনকি কোনো দেশে ক্ষমতাসীন পরিবারের সদস্যদের ওপরও আড়ি পাতা হয়েছে।