রেলে অতিরিক্ত ভাড়া আদায়সহ একই আসন একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
কমলাপুর রেল স্টেশনে আন্তনগর ট্রেনে যাত্রীচাপ কম থাকলেও কমিউটার ট্রেনে ঈদকে ঘিরে রয়েছে ঘরমুখো মানুষের উপচে’পড়া ভিড়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় ছাড়াও একই আসনের টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। তাছাড়া মানা হচ্ছে না করোনার বিধিনিষেধও। করোনা মহামারি রোধে অনলাইনে টিকিট বিক্রির বাধ্যবাধকতা থাকলেও দালালের মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ করেছেন যাত্রীরা।
ঈদ কিংবা ছুটিতে ঘরমুখো মানুষ নিরাপদ ভ্রমনের জন্য ট্রেনকে বেছে নিলেও এবার করোনাকালে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন পরিচালনা করছে কর্তৃপক্ষ। তবে এজন্য যাত্রীদের গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া এবং টিকিট কাটতে হচ্ছে অনলাইনে।
অনলাইন না বোঝা সাক্ষরতাহীন মানুষেরা অনলাইনে টিকিট কাটা ও ব্যবহারের নিয়ম-কানুন না জানায় বঞ্চিত হচ্ছেন অনলাইনে টিকিট প্রাপ্তি থেকে।
আন্তনগর ট্রেনের ক্ষেত্রে করোনার বিধিনিষেধ মানার জন্য বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ বা যাত্রীদের কেউই কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না লোকাল এবং কমিউটার ট্রেনের ক্ষেত্রে। একই আসনের টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ করেছেন যাত্রীরা।
টিকিট না কেটেই অনেক যাত্রী অনিয়মতান্ত্রিকভাবে ট্রেনে ওঠার অপেক্ষা করলেও, কর্তৃপক্ষের দাবি- টিকিট ছাড়া কাউকেই রেলস্টেশনে ঢুকতে দেয়া হচ্ছে না।
সকল বাধা উপেক্ষা করে, বিধিনিষেধ মেনেই নিরাপদে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষেরা ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবী জানিয়েছেন।






















