মুন্সীগঞ্জের শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়ায় আজ ঈদে ঘরমুখো মানুষের চাপ

- আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়ায় আজ ঈদে ঘরমুখো মানুষের চাপ। অন্যদিকে, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধি আর তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে ব্যাহত হচ্ছে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে
ঈদকে কেন্দ্র করে আজও দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের চাপ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে। পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরী চলাচল। ঘাটে আটকে আছে প্রায় পাঁচ শতাধিক যান।পারাপারের অপেক্ষায় রয়েছে অসংখ্য পণ্য বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান। এই নৌপথে বর্তমানে ১৩টি ফেরি ও ৮৩টি লঞ্চ সচল রয়েছে।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যানবাহনের তীব্র যানজট দেখা দিয়েছে। ঈদের মাত্র ২ দিন বাকী থাকায় দেশের দক্ষিণ- পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশ পথ হওয়াতে ভীড় বেড়ে গেছে। শত-শত যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক পার করতে কাজ করছে ১৫ টি ফেরি। যাত্রী পারাপারে আছে ৩৪টি লঞ্চ।
এদিকে, ভোর থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে কোরবানির গরুবাহী ট্রাকের চাপ ছিলো। দূর দূরান্ত থেকে আসা গরু বোঝাই ট্রাকগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রয়েছে।