নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে মহাসড়কে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা

- আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে মহাসড়কে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। করোনার মধ্যেই ঈদের ছুটিতে আপনজনের কাছে যেতে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে মধ্যরাত থেকে লেগে আছে ২০ কিলোমিটার যানজট। অনেক শিল্প কারখানার ছুটি আজ থেকে শুরু হচ্ছে। ফলে দুপুরের পর মহাসড়কের ভোগান্তি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা থেকে বাহির হওয়ার পথ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই যানবাহনের চাপ দেখা গেছে। দুপুরের পর অনেক শিল্পকারখানার ছুটি ঘোষণা করা হয়েছে।প্রভাবে দুপুরের পর ওই মহাসড়কে এই চাপ আরো কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
তিনগুন পরিবহণের চাপ এবং বঙ্গবন্ধু সেতুর টোল আদায় দফায় দফায় বন্ধ থাকায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট। এলাকা টাঙ্গাইলের রাবনা বাইপাস হতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত। ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে আছে। গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীদের সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
এদিকে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে শাহেববাজার পর্যন্ত যানজটের পরিধি প্রায় ২৫ কিলোমিটার।