জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো পাকিস্তান

- আপডেট সময় : ০৯:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো ৩১ রানে। নটিংহামে পাকিস্তানের দেয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০১ রানে অলআউট হয় ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ২৩২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। রিজওয়ান ৬৩ আর বাবর আজমের উইলো থেকে আসে ৮৫ রান। এছাড়া ফখর জামানের ২৬ আর মোহাম্মদ হাফিজের অবদান ২৪ রান। জবাব দিতে নেমে লিভিংস্টনের সেঞ্চুরিতে আশা জেগেছিলো। তবে, শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। শাহিন আফ্রিদি-শাদাব খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা। টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে লিভিংস্টন আউট হন ১০২ রানে। তিনটি করে উইকেট নেনে শাহিন আফ্রিদি ও শাদাব খান। রোববার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।